আমার ছড়ার জার্নি: ওরে আমার ছড়া রে
লুৎফর রহমান রিটন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

লুৎফর রহমান রিটন
সারাটা জীবন বিচিত্রসব বিষয় নিয়ে ছড়া লিখেছি আমি। প্রথম ছড়ার প্রকাশকাল ১৯৭২। দৈনিক ইত্তেফাকে। আমার মেন্টর রোকনুজ্জামান খান দাদাভাই পরম স্নেহে তাঁর সম্পাদিত কচি-কাঁচার আসরে ছেপে দিয়েছিলেন জীবনের প্রথম ছড়াটা। সেই থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত (১৯৭২-২০২৪) ক্যালেন্ডারের হিশেব অনুসারে আমার নিরন্তর ছড়া রচনার সময়কাল বায়ান্ন বছর। এই বায়ান্ন বছরে প্রায় প্রতিদিন নিদেন পক্ষে একটি-দু'টি পঙ্ক্তি হলেও লিখেছি আমি। লিখি আমি। কোথায় যেনো পড়েছিলাম--Not a day without a line. অনেকটা সেই রকম। এটা আমার এক জীবনের সাধনাও বলা চলে।
গ্রীস্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তের প্রতিদিনই জারি থাকে আমার ছড়াপ্রয়াস। ছড়ার দেবী তাই আমাকে ছেড়ে যায় না কখনোই। দু'হাত ভর্তি উপচে পড়া ছড়ার পঙ্ক্তি উপহার দেয় নিত্য নতুন।
প্রতিদিন ছড়া লিখবার মতো প্রতিদিন ছড়া পড়ারও একটা অভ্যেস আমার এক জীবনের। চেনা অচেনা নবীন প্রবীন বিখ্যাত অখ্যাত সবার ছড়াই পড়ি আমি। অন্যের ছড়ার পাশাপাশি কখনো কখনো পড়ি নিজের ছড়াও। নিজের লেখা পুরনো ছড়া বা ছড়ার বই গভীর মমতায় পাঠ করি নবীন একজন ছড়াকর্মী বা পাঠকের মতোই।
আজ সন্ধ্যায় কি মনে করে বুকশেলফ থেকে তুলে নিলাম ২০১০ সালে ইতি প্রকাশ নামের প্রকাশনী থেকে বেরুনো অতিশয় সরু লিকলিকে দেহের ছড়ার বই 'ওরে আমার ছড়া রে' নামের বইটাকে। এই বইটা আমার বিশেষ প্রিয়। শিল্পী মাহবুব কামরানের অন্যরকম প্রচ্ছদ ও অলঙ্করণের কারণে। তিনি আমার এই একটি বইয়েরই ছবি এঁকেছেন। (তিনি প্রয়াত হয়েছেন।)
শিল্পী ও লেখক মাহবুব কামরানের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবার ইচ্ছে থেকে আমার ফেসবুক বন্ধুদের জন্যে 'ওরে আমার ছড়া রে' নামের সেই বই থেকে তাঁর আঁকা এবং আমার ছড়ার একটা নমুনা এখানে পেশ করছি।
ছড়াটার নাম অনুসারেই বইটির নামকরণ করা হয়েছিলো।
চৌদ্দ বছর আগে রচিত ও প্রকাশিত ছড়াটা ছিলো এরকম--
ওরে আমার ছড়া রে
লুৎফর রহমান রিটন
ওরে আমার ছড়া রে
পড়তে তোকে দারুণ মজা, ছন্দে ছন্দে গড়া রে।
ওরে আমার ছড়া রে
ছুটে বেড়াস এদিন ওদিক যায় না তোকে ধরা রে।
ওরে আমার ছড়া রে
ছন্দে যদি ভুল থাকে তো যায় না তোকে পড়া রে।
ওরে আমার ছড়া রে
মাঝে মধ্যে লাজুক নরম, মাঝে মধ্যে কড়া রে।
ওরে আমার ছড়া রে
তোর রূপে তোর রঙে শোভায় সাজলো বসুন্ধরা রে।
ও ছড়া তুই মন্ডা-মিঠাই? তুই তো রসে ভরা রে!
ওরে আমার ছড়া রে!
অটোয়া ১৫ সেপ্টেম্বর ২০২৪
- মার্চে নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: এমএসএফ
- ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে তুমুল আলোচনা
- ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে
- ঈদের ছুটিতে জনশূন্য ঢাকার রাজপথ
- প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দৃষ্টিহীন বাবার ঠাঁই প্রতিবেশীর উঠানে
- রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
- ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৩৪
- জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র
- আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
- যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে
- গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া
- ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
- বেগম জিয়ার পুত্রবধু শর্মিলা দেশে
- রাজধানীতে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- কামরাঙ্গীচরের ঘটনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- পর্দা উঠল অমর একুশে বইমেলার
- তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
- চালের বাজারে অস্থিরতা
- খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- বাণিজ্য মেলার পর্দা নামছে আজ
- খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির!
- মাতৃত্বের জন্য বিরতি, ফের কোর্টে ফিরছেন কিতোভা